হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে থানার ভেতর পুলিশের ওপর চড়াও সাবেক শিবির নেতা

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. শুয়েব আমার দেশকে বলেন, রায়হান আগে কলেজ শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি কোনো সংগঠনের দায়িত্বে নেই। আমরা নিজেরাও পুলিশকে বলেছি যদি কোনো অপরাধ করে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নিক।

হাটহাজারী থানার কর্মকর্তারা জানাস, নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ তানভীর (১৬) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দুই শিক্ষার্থীকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় থানার ভেতরে ভিডিও ধারণ করছিলেন রায়হান। পুলিশের সদস্যরা তাকে থামাতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং থানার সেকেন্ড অফিসার নাজমুল হকসহ দুজন কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে পুলিশ তাকে নিয়ন্ত্রণে আনে ও থানার ভেতরেই আটক করে। পরে তাকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক দেখানো হয়।

হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, আসামিদের আদালতে নেওয়ার আগে তাদের ছবি তোলার সময় ওই ব্যক্তি ভিডিও করছিলেন। এতে পুলিশের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছিল। বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হন। আমরা তাকে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে আটক করেছি।

জেলা পুলিশের (পিআরও) মো. রাসেল আমার দেশকে বলেন, ঘটনার বিস্তারিত জানতে চাইলে থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে। আমরা ঘটনাটি সম্পর্কে আপাতত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারছি না।

এর আগে মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন পৌর কার্যালয়ের সামনে ছুরিকাঘাতে নিহত হন নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ তানভীর। তিনি পশ্চিম দেওয়ান নগরের আবদুল বারেকের ছেলে এবং হাটহাজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুরে একই বিদ্যালয়ের ছাত্র শিহাবসহ ৭–৮ জন শিক্ষার্থী তানভীরের ওপর হামলা চালায়। কথা–কাটাকাটির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তানভীরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর রাত ১১টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই শিক্ষার্থী সামীর বিন সাইফ ও মো. রবিউল ইসলামকে আটক করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, তানভীর হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে হাটহাজারী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থানার ভেতরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে থানার সামনে। অনেকেই দাবি করেন, রায়হান আগে শিবিরের রাজনীতিতে সক্রিয় থাকলেও সম্প্রতি তিনি এলাকায় ব্যবসা ও সামাজিক কাজে যুক্ত ছিলেন।

হাটহাজারী থানার কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, যেই হোক, পুলিশের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। আমরা নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করছি। বৃহস্পতিবার সকালে রায়হানকে আদালতে পাঠানো হবে। একদিকে হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র তানভীর হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে থানার ভেতরে সাবেক শিবির নেতার পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, দুটি ঘটনাই তদন্তাধীন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী আয়োজন

চমেক হাসপাতাল থেকে পালানো ছিনতাইকারী ‘আকাশ’ গ্রেপ্তার

পাচারের আগ মুহূর্তে ২৯ জনকে উদ্ধার, আটক তিন মানবপাচারকারি

প্রবাসীর স্ত্রীকে যুবলীগ নেতার লাঠিপেটার পর ৫ লাখ টাকার কাবিনে বিয়ে

অপরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল পানির উৎসে বাড়ছে ক্ষয়ক্ষতি

চট্টগ্রামে আ.লীগ অফিসে হামলার ঘটনায় যা বলল এনসিপি

বিদেশি নাগরিকের ব্যাগ ছিনতাইকালে ধরা পড়ল দুই যুবক

বিদেশি অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

কন্ট্রাক্ট অভিযানের অভিযোগ জুলাই শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের