হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি প্রচারে বাধা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ধানের শীষের নির্বাচনি প্রচারে বাধা দিয়েছে স্বদলীয় প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার দাগনভূঞা উপজেলা শহরের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিন্টু এদিন নিজ উপজেলা দাগনভূঞা থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেন।

ঢাকা থেকে নির্বাচনি এলাকায় আগমনকে কেন্দ্র করে বিকালে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তাকে বরণ করেন দলীয় সমর্থকরা।

বহরটি ফেনীর ফতেহপুর হয়ে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া ও মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার অতিক্রম করে উপজেলা শহরে পৌঁছার আগেই মহাসড়কের উপর বেশ কয়েকটি বালুর ট্রাক দাঁড় করয়ে অবরুদ্ধ রাখে বিএনপির অপর একটি অংশ।

পুলিশি সহযোগিতায় ওই ট্রাকগুলো সরিয়ে মিন্টুর গাড়ী বহর ফেনী-মাইজদী মহাসড়ক দিয়ে তুলাতুলীর দিকে যাওয়ার সময় পেছনের দিকে হামলা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এসময়

বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক ও আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ফেনী জেলা বিএনপির নেতাদের প্রত‍্যক্ষ মদদে আজকে দাগনভূঞা বাজারে জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেবের নির্বাচনি গাড়ি বহরে হামলার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

এদিকে পরে সংক্ষিপ্ত পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, দাগনভূঞা কোনো গুন্ডা, বদমাশ ও সন্ত্রাসীর জায়গা না। আগেও ছিলো না, ভবিষ্যতেও হবে না।

এসময় নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ যাই হোক, নির্বাচন হতেই হবে। এ সরকারকে আমরা প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি। আশা করছি তারা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

তার আগে শুরুতে নিজ উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে এক পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।

স্থানীয় বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্যসচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রমুখ।

খালেদা জিয়ার উপহারের বাস ১৬ বছর ধরে নষ্ট হচ্ছে গ্যারেজে

দেবিদ্বারে বিএনপির অসংখ্য নেতাকর্মীর জামায়াতে যোগদান

খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক: হাজী ইয়াছিন

শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধিতে খাওয়ানো হচ্ছে দুধ ও ডিম

ট্রলারসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র শিবিরের দোয়া

বিএনপি নেতাকে প্রার্থী করার দাবিতে ৮ কিলোমিটার যানজট

শিবির নেতা হত্যার প্রধান আসামি ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা

আল্লাহ আছে, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে: শাহজাহান চৌধুরী

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, স্বামী-স্ত্রী আটক