হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুকে ইট দিয়ে আঘাত করলে মরে যাবে শিবির নাছির: বড় সাজ্জাদ

চট্টগ্রাম ব্যুরো

আন্ডারওয়ার্ল্ডে পরিচিত সন্ত্রাসী চট্টগ্রামের সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরকে লক্ষ্য করে বড় সাজ্জাদকে বলতে শোনা যায়, নাছিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে আঘাত করলে মরে যাবে।

অডিওটি নিয়ে মঙ্গলবার রাতে ‘আমার দেশ’-এর সঙ্গে কথা বলতে চাননি নাছির। তবে তিনি আগেই জানিয়েছেন, বড় সাজ্জাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। বর্তমানে তিনি পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। টানা ২৬ বছর কারাভোগ শেষে গত বছরের ৫ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। তার ভাষায়, যদি কেউ মেরে ফেলে, তাহলে মৃত্যু কবুল করে নিয়েছি।

র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত নাছির উদ্দিন চৌধুরী অতীতে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ‘শিবির নাছির’ নামে পরিচিত। কারা সূত্র জানায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে তিনি কারাবন্দি ছিলেন। টানা ২৬ বছর পর গত বছর মুক্ত হন।

সূত্র বলছে, শেখ হাসিনার পতনের পর চট্টগ্রামে পুরোনো আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন বড় সাজ্জাদ। যিনি আলোচিত এইট মার্ডার মামলার আসামি। বর্তমানে তিনি ভারতের পাঞ্জাবে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনিও একসময় শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

গত ৫ নভেম্বর রাতে বায়েজিদ থানার চালিতাতলীর খন্দকার পাড়া এলাকায় নির্বাচনি প্রচারণায় ছিলেন বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। সেখানে পাশে থাকা সরোয়ার হোসেন বাবলার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে ৬ রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান বাবলা। বাবলা একসময় সাজ্জাদের দলে ছিলেন।

আমার দেশ’র দুই সাংবাদিকের বিরুদ্ধে বিতর্কিত কর্ণফুলির মামলা, নিন্দার ঝড়

তারুণ্যের প্রথম ভোট, ইসলামের পক্ষে হোক

মাঝসাগরে নিষিদ্ধ 'আর্সিনাল' ট্রলিংসহ ১৮ জেলে আটক

হালদা নদীতে অভিযান, ধ্বংস করা হলো ৭০০০ মিটার জাল

লক্ষ্মীপুরে ধানের শীষের প্রার্থী এ্যানী চৌধুরীর পক্ষে মিছিল

রুহুল আমিন হত্যার প্রধান আসামি রবিন ডাকাত গ্রেপ্তার

রাউজানে সন্ত্রাসী টেংরা কালুর গুলিতে আহত ১

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ

ইটভাটায় অভিযানে বাধা, এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা