হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালে মিললো স্ত্রীর লাশ, পলাতক স্বামী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে পথচারীরা দুর্গন্ধ পেয়ে খালে ভাসমান একটি বস্তার ভেতর লাশটি দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে স্থানীয় সূত্রের তথ্য যাচাই করে নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহতের নাম রহিমা আক্তার (৩০)। তিনি জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমির হোসেনের মেয়ে এবং হলদিয়াপালংয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

পরিবার জানায়, ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিন তাকে ঘোরার কথা বলে বাবার বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকেই রহিমা নিখোঁজ ছিলেন। সাত দিন পর খালে তার লাশ পাওয়া গেলেও জসিম উদ্দিন এখনো নিখোঁজ।

পরিবার ও স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ খালে ফেলে পলাতক হয়েছেন জসিম। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

হলদিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য মনজুর আলম বলেন, নরপশু স্বামী খুবই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করেছে। ন্যায়বিচারের স্বার্থে আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

উখিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটির পেছনে পারিবারিক কারণ থাকতে পারে। নিহতের স্বামীকে খুঁজে বের করার জন্য আমাদের টিম কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

অসহায় ভ্যানচালক পেলেন নতুন ঘর উপহার

চসিকের উদ্যোগে ১৫ ভবন ভাঙার পরিকল্পনা, ক্ষুব্ধ স্থানীয়রা

টানেল মসজিদের সৌন্দর্যে বিমোহিত মুসল্লি

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার

আমার দেশ সংবাদের জেরে মডেল মসজিদ তদন্তে প্রকল্প পরিচালক

মিয়ানমারে পাচারকালে খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারি আটক

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থাই গড়ে তুলবে দক্ষ প্রজন্ম: মিলন

৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি

তরুণেরা বাংলাদেশকে নেতৃত্বে দেবে: চাকসু ভিপি