হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জামায়াত কর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গলায় ১৩টি গুলির ঘটনা

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতের কর্মী জামাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি নাজিম উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার এনায়েতবাজার মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, নাজিম উদ্দি শহরের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। মানুষের ভিড়ের মধ্যে মিশে থাকাই ছিল তার লুকিয়ে থাকার কৌশল। তবে শেষ পর্যন্ত র‍্যাবের নজর এড়াতে পারেননি তিনি।

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘির পাড় এলাকায় গত শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে জামায়াত কর্মী ও স্থানীয় ব্যবসায়ী জামাল উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। মোটরসাইকেলে করে আসা তিনজন সশস্ত্র ব্যক্তি কাছ থেকে গুলি চালায়।

ঘটনাস্থলেই নিহত হন জামাল। তার মাথা থেকে গলা পর্যন্ত ১৩টি গুলির চিহ্ন পাওয়া যায়। হামলায় আহত নাসির উদ্দিন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফটিকছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করার মাধ্যমে মামলার তদন্তে নতুন অগ্রগতি আশা করা যাচ্ছে।

নিহত জামালের অতীতও তদন্তে গুরুত্ব পাচ্ছে। ২০০১ সালের তিনটি হত্যা মামলায় তার নাম ছিল। সে সময়কার বিরোধ নতুন করে প্রতিশোধে রূপ নিয়েছে কি না, নাকি ব্যবসা বা স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে—তদন্তকারীরা সব আশঙ্কাই খতিয়ে দেখছেন।

এসআই

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আবারো যুবক খুন

যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল

মিয়ানমারের মাল্টিফ্রন্ট যুদ্ধের ভয়াবহতা তীব্র হবে

অন্তঃসত্ত্বা নারীকে হত্যা, ভারতে পালানোর সময় ৩ আসামি গ্রেপ্তার

আমি রোহিঙ্গা নই, তারেক রহমান আমাকে পাঠিয়েছেন

‘গেম চেঞ্জার’ তরুণ ভোটাররা

বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত, আহত ৫

‘মানহানিকর বক্তব্য’, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বন্দুকসহ গ্রেপ্তার