হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিরকুট পাঠিয়ে ‘গোপন’ ভিডিও ফাঁসের হুমকি

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

‘তুমি জানো আমি তোমার সব খবর রাখি। তিন মাস কী কর আমি জানি। আমার কাছে তোমার কিছু ভিডিও আছে, তুমি আমার নম্বরে কল না দিলে এসব ভিডিও ছড়িয়ে দেবো।’

এভাবেই চিরকুট লিখে এক স্কুলশিক্ষকের বাসায় টয়লেটের ভেন্টিলেটরে রেখে গেছেন আরিয়ান নামের এক ব্যক্তি। ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগরের।

ওই শিক্ষকের নাম মোসলেহ উদ্দিন। তিনি রবিবার উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

স্কুলশিক্ষক বলেন, ৯ মার্চ রাতে টয়লেটের ভেন্টিলেটরের ফাঁকে মুঠোফোন নম্বর সম্বলিত একটি চিরকুট পাওয়া যায়। আরিয়ানের নামে লেখা ওই চিরকুটটি নজরে এলে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোসলেহ উদ্দিন। অভিযোগে উল্লেখ করা হয়, ৯ ফেব্রুয়ারি ওই শিক্ষকের বাড়িতে চুরি হয়। এ ঘটনার পর ৭ মার্চ রাতে তাদের ব্যবহৃত মাটির চুলায় খোদাই করে একটি মোবাইল নম্বরসহ বিভিন্ন সাংকেতিক চিহ্ন লিখে যান কে বা কারা। পরে মুঠোফোন নম্বরে কল করলে লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে গিয়ে দেখা করতে বলা হয়। এরপর থেকে ওই নম্বরটি আর সচল পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অপরাধীকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক