মতবিনিময় সভায় আসলাম চৌধুরী
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী বলেছেন, বিএনপি বিশ্বাস করে— ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সমন্বয়েই একটি উন্নত ও সম্মানজনক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি জাতীয় দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের জন্মই হয়েছে ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। মিথ্যা প্রোপাগান্ডা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা দেশ ও জাতির জন্য অকল্যাণকর। তিনি জোর দিয়ে বলেন, প্রত্যেক নাগরিকের ধর্মীয় বিশ্বাস ও অনুশাসন পালনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, সীতাকুণ্ড শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়—এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী ও পবিত্র তীর্থস্থান। ভবিষ্যতে এই তীর্থস্থানের উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুকুল মিত্র এবং সঞ্চালনা করেন তাপস কর। সভায় বিএনপি নেতা ইমরোজ সেলিম মিনু, ফজলুল করিম চৌধুরী, ফিরোজুল আলম, রমজান আলী মেম্বার, রতন দাশ, নটন মিত্র, সাধন দাশ, টিটু শীল, নরেন্দ্র পাল, ইঞ্জিনিয়ার রতন রায়, রবি দাশ, শুভ্রত রায় ও সাংবাদিক নন্দন রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আসলাম চৌধুরী বলেন, ধর্ম মানুষকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনে। পৃথিবীর কোনো ধর্মই সহিংসতা কিংবা অন্যায়কে সমর্থন করে না। তাই সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে হলে প্রত্যেককে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।