কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৭ মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৮ জুন) সকালে জেলা কারাগার থেকে তাকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতে তোলা হয়।
চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি ও রাস্ট্র পেক্ষর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, বুধবার সকালে সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলায় আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মো. আনোয়ারুল কবির চকরিয়া থানার ৫ মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার দুই মামলায় ৪ দিনসহ ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শুনানিতে অংশ নিয়েছেন জাফর আলমের পক্ষে কয়েকজন আইনজীবী। এর আগে চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।