হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপু দাশ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে এ ঘটনা ঘটে। নিহত অপু দাশ স্থানীয় মিন্টু দাশের ছেলে এবং চৌধুরীহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি ফুলের দোকানের সামনে কয়েকজনে সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন অপু দাশ। পরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় অপু দাশ ও তার সহপাঠী তানিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অপু দাশ পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের পর সরকারের ফ্যাসিস্ট দমননীতি ও অন্যায়ের প্রতিবাদ জানিয়ে তিনি ছাত্রদলে যোগ দেন। এরপর থেকেই তাকে লক্ষ্য করে বিভিন্ন মহল হুমকি-ধামকি দিচ্ছিল বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ বিরোধ নয়— রাজনৈতিক প্রতিশোধেরই বহিঃপ্রকাশ।

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের

দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

তারেক রহমানের আগমন উপলক্ষে সরাইলে মাঠ পরিদর্শন