বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার স্বাধীনতা পেয়েছে তাই তারা আবার নিজের পছন্দমত যোগ্য প্রার্থীকে দেওয়ার সুযোগ পেয়েছে। আবার এর ভোট হবে ইতিহাসের স্মরণীয় নির্বাচন। দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট, দানবীয়, জুলুমবাজ সরকার দেশকে অস্থিতিশীল করে রেখেছিল।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন।
খায়রুল কবীর খোকন বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে শুধু নরসিংদী নয় সারাদেশ যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এই সরকারের নেতৃত্বে দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে যাতে করে সাথে আর কোনদিন ফ্যাসিস্ট, জুলুমবাজ, মাফিয়া সরকার ক্ষমতায় না আসতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন জমা দান শেষে তিনি আরও বলেন নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি, মনে হয় যে এ নির্বাচনটা ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। যদিও এখনও নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। সকল ষড়যন্ত্রের ভেড়াজাল অতিক্রম করে এদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন করবে।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আকবর হোসেন ভূঁইয়া, গোলাম কবীর কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ হারুন, খবিরুল ইসলাম বাবুল, ইলিয়াস আলী ভূঁইয়া ও ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।