হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অপহৃত নারী-শিশুসহ উদ্ধার ৩৯

দুই পাচারকারী আটক

চট্টগ্রাম ব্যুরো

টেকনাফের গহীন পাহাড়ে অপহরণের শিকার ৩৭ জন রোহিঙ্গাসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও শিশু রয়েছে। একই সাথে দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গহীনে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে কোস্টগার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র মুক্তিপণ আদায় করতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারেরে উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আটকে রাখার খবর পাওয়া যায়। দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডোদলসহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজন আটক করা হয়। পরবর্তীতে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়।

এদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, আটজন রোহিঙ্গা শিশু ও দুইজন জন বাঙালি পুরুষ। উদ্ধারকারীদের ভাষ্যমতে জানা যায়, পাহাড়ে একটি সঙ্গবদ্ধ চক্র বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তুলে আনছে। এরপর গহীন পাহাড়ে আটকে রাখে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে ১৩৪ জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী।

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের

দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

তারেক রহমানের আগমন উপলক্ষে সরাইলে মাঠ পরিদর্শন