হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুমার পর আর ফিরেনি চার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় জুমার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি চার শিক্ষার্থী। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে তারা বাড়ি থেকে বের হয়েছিল। শনিবার বিকাল পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীদের পরিবারে চলছে আহাজারি ও গভীর উদ্বেগ।

নিখোঁজ ওই চার শিক্ষার্থী হলো রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির (১৪), বাংলাবাজার মুক্তারকুল কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন (১৩), রামু বাইপাস এলাকার সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ (১৫) ও কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (১৬)।

রামু থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর/তদন্ত) ফরিদুল আলম চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ওই শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা রামু থানায় জিডি করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীদের পারিবারের দাবি, শুক্রবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।

রামু থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম জানান, জিডি পাওয়ার পর তদন্ত চলছে। এখনও শিক্ষার্থীদের সন্ধান পাওয়া যায়নি।

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

রায়পুরের এক জেলের লাশ হিজলাতে উদ্ধার

রামগঞ্জে নিষিদ্ধ সংগঠন আ.লীগের নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’