চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের নামে বিদেশিদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে বন্দর ভবনের উদ্দেশ্যে রওনা হয় বিক্ষোভকারীরা। মিছিলটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলে বাধা দেয়।
এসময় সেখানে তৎক্ষনিক বিক্ষোভ করে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক ফেডারেশনের এস কে খোদা তোতোন, ও কিউসি তপন দত্ত।
তাদের অভিযোগ বন্দরকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। বন্দরকে ক্ষতিগ্রস্থ করে এমন কোন সিদ্ধান্ত সরকারকে নিতে দেয়া হবে না। বন্দর লাভজনক প্রতিষ্ঠান, নিজেদের সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশিদের দেয়া হলে দেশের কোন লাভ হবে না।
শ্রমিক নেতারা বলেন, দেশের বন্দর বিদেশিদের দিলে হুমকির মুখে পড়বে বন্দর। ফলে সরকারকে ইজারা দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। সমাবেশ থেকে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত বাতিলে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেন আন্দোলনকারীরা। নইলে ১ নভেম্বর বন্দর ভবনের সামনে অনশন কর্মসূচিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।