হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের সমর্থনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে ইউনিয়নের ১ থেকে ৪নং ওয়ার্ড বিএনপিসহ মহিলা দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ আহমেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

‎লায়ন হারুন তার বক্তব্যে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং ৩১ দফার কথা জানান দেয়ার কর্মসূচি পালন করছি। গত দেড় দশকে বিগত সরকার শুধু লুটপাটই করে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে এই ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বণ্টন ও উন্নয়ন হবে। নারী পুরুষ সকলের অধিকার নিশ্চিত হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে। কৃষকরা ফারমার্স কাডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার বীজ ও কীটনাশক পাবে। শিক্ষাব্যবস্থার জন্য একটি সর্বজনীন কাঠামো তৈরি করা হবে।

তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বিএনপিকে দেশসেবার সুযোগ দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা মহিলা দলের সদস্য অ্যাড. রোকেয়া বেগম শেফালি, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক