হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক জামায়াত আমিরের কবর জিয়ারত করলেন মিন্টু

জেলা প্রতিনিধি, ফেনী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমির মরহুম আমির মকবুল আহমদের কবর জিয়ারত করলেন ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার নিজ নির্বাচনি এলাকায় প্রচারণা শেষে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির সামনে মকবুল আহমদের কবর জিয়ারত ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন তিনি।

এসময় তার সঙ্গে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়ারতে অংশ নেন।

প্রসঙ্গত, ২০২১ সালে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে ১৩ এপ্রিল রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদ ইন্তেকাল করেন।

ওইদিন রাত ১০টায় ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে ও ১১টায় দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মকবুল আহমদ ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ছিলেন। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমিরের দায়িত্ব পান মুকবুল আহমদ। পরে ২০১৯ সালে তার স্থলে নতুন আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

এছাড়াও তিনি বিভিন্ন সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

স্লোগানকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ১০

যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লায় গাড়িবহরে হামলার ঘটনায় ২১৫ জনের নামে মামলা

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

বিএনপি ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধ হবে

হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন জামায়াত আমির

লক্ষ্মীপুরে বিকেলে বক্তব্য দেবেন জামায়াত আমির

৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে