হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেলিকপটারে চড়ে বিয়ে করে মা-বাবার ইচ্ছে পূরণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

মা-বাবার ইচ্ছা ছিল এক মাত্র ছেলে বিয়ে করতে যাবে হেলিকপটার চড়ে। বাবা-মায়ের সে ইচ্ছা পূরণ করতে হেলিকপটার চড়ে বিয়ে করলেন কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. আরাফাত রহমান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হোমনা উপজেলার জয়পুর কলেজ মাঠে নববধূকে নিয়ে হেলিকপটারে চড়ে নামলে হেলিকপ্টার ও বর কনেকে এক নজর দেখতে স্থানীয় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. মানিক ভূঁইয়ার ছেলে আরাফাত রহমানের সঙ্গে পাশের তিতাস উপজেলার নাগের গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে মোছাম্মৎ সাদিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর ও কনে পরিবারের আত্মীয়-স্বজনসহ প্রায় হাজার খানেক অতিথিকে দাওয়াত করা হয়।

বর আরাফাত রহমান বলেন, বাবা-মায়ের শখ ছিল হেলিকপটার চড়ে বিয়ে করতে যাব। বাবা-মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

বরের বাবা মানিক ভূঁইয়া বলেন, আমি ও আমার ছেলে দু’জনই সৌদি প্রবাসী। অনেক আগে থেকেই আমাদের শখ ছিল ছেলের বিয়েটি স্মরণীয় করে রাখবো। রাজকীয়ভাবে ছেলেকে বিয়ে করাবো। তাই দু’লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছি। তিনি মনে করেন এই আয়োজনের মধ্য দিয়ে তার এবং পরিবারের শখ পূরণ হয়েছে।

কনের বাবা বাবুল হোসেন বলেন, আমার জামাই তার বাবা-মায়ের শখ পূরণে হেলিকপটার চড়ে আমাদের বাড়ি এসেছে। এতে আমরা খুব আনন্দিত।

হেলিকপটার দেখতে আসা মোসলেম বলেন, আমি কখনো হেলিকপটার দেখিনি। এখানে হেলিকপটার আসবে শুনে দেখতে আসলাম। হেলিকপটার দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছি।

স্থানীয় নাজিম উদ্দিন ও আয়ুবসহ একাধিক ব্যক্তি বলেন, এই হেলিকপটার ওঠানামা দেখার জন্য গ্রামের বহু মানুষ ভিড় করেছিল। এ ধরনের আয়োজন আমরা আমাদের এলাকায় আগে কোনো দিন দেখিনি। হেলিকপটার দেখে পেয়ে আমরা খুব আনন্দ পেয়েছি।

ফেনীতে মসজিদের ইমামকে ‘রাজকীয়’ বিদায়

উখিয়ায় জামায়াত নেতার ওপর ছাত্রদল নেতাকর্মীর হামলা

ওপারে গোলাগুলি-মর্টারশেল বিস্ফোরণ, এপারে কাঁপছেন মানুষ

কোম্পানীগঞ্জ উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে জরিমানা

আমার দেশে সংবাদ প্রকাশের পর আলোচিত প্রকৌশলী সবুজের বদলি

হাদিকে নিষিদ্ধ গুপ্ত বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি সাদ্দাম

আমার দেশে সংবাদ প্রকাশ: প্রবাসীর দেয়া বাইসাইকেল উপহার পেলেন অজিত দাশ

জামিন পেয়ে জেল থেকে মুক্তির আগেই অপরাধ চক্রে সন্ত্রাসী সবুজ

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা করার দাবি