চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
ওসি জানান, বাকলিয়া থানার অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সাজ্জাদ হত্যার ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. আলম। এতে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়। গত সোমবার রাত ১টার দিকে নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজ্জাদ। নিহত সাজ্জাদ কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তবে তারা পরিবারসহ নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন।