এক লক্ষাধিক জনসমাগমের প্রত্যাশা
আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনি জনসভা। সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় (ডেবারপাড়) মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রাম-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর পক্ষে প্রচারে অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভাকে ঘিরে সীতাকুণ্ডজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এ সমাবেশে এক লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে।
জনসভা সফল করতে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১০টায় নির্ধারিত সমাবেশস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তিনি মঞ্চ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক টিমসহ বিভিন্ন উপ কমিটির কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাঠ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, তা নিশ্চিত করতে বর্তমান নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে একটি উপজেলার জামায়াতের সেক্রেটারি প্রশাসনের সামনে নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনা প্রমাণ করে, এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করা যায়নি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যায়নি। এসব ঘটনা জনগণের মনে গভীর উদ্বেগ তৈরি করেছে।
চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড সংসদীয় আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী আমার দেশকে বলেন, ইনশাআল্লাহ, ২ ফেব্রুয়ারির এই জনসভা সীতাকুণ্ডের ইতিহাসে একটি স্মরণীয় গণসমাবেশে পরিণত হবে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জনসভাকে সফল করবে। তিনি আরও বলেন, এ সমাবেশে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আব্দুল জব্বার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. তাহের, সহকারী সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাইনুদ্দিন রায়হান, উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসাইন এবং চট্টগ্রাম-৪ আসনের প্রচার ও মিডিয়া প্রধান মু. মিছবাহুল আলম রাসেল।
প্রতিনিধি দলে আরও ছিলেন সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সীতাকুণ্ড পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, পৌর সেক্রেটারি জুয়েল, মুরাদপুর ইউনিয়ন আমীর শহীদুল ইসলাম, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা অফিস সম্পাদক তানভিরুল ইসলাম ও সাবেক কমিশনার রেহান উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আয়োজকদের প্রত্যাশা, আসন্ন এ জনসভা শুধু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই নয়, বরং সীতাকুণ্ড ও চট্টগ্রাম উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।