আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে গণঅধিকার পরিষদ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। শুক্রবার দুপুরে কক্সবাজারের ঈদগাঁওয়ে এক পথ সভায় তিনি একথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশকে সঠিক পথে পরিচালনা করতে হলে জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে। গণঅধিকার পরিষদ বিপ্লব পরবর্তী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
কক্সবাজার সফরকালে চকরিয়ার জুলাই শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ-খবর নেবেন বলেও জানান তিনি।