হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানা পুলিশের নাকের ডগায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন সড়কে মিছিল বের করে তারা। ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশের গলি থেকে মিছিলটি বের হয়ে ধর্মসাগর পার্কের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এতে অংশগ্রহণকারী বেশিরভাগই ছিল ভবঘুরে ও টোকাই প্রকৃতির ।

মিছিলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাটানিশার শিমপুর এলাকার এনায়েত নামে এক ছাত্রলীগকর্মীকে দেখা যায়। কুমিল্লা মহানগর সভাপতি নুর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোশাররফ রহমান মুন মিছিল করতে সহযোগিতা করেছে বলে জানা গেছে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু আমার দেশকে বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের ২০০ গজ পূর্বে এবং কোতোয়ালি থানার ৩০০ গজ পশ্চিম পাশের মধ্যবর্তী স্থানে ছাত্রলীগ কীভাবে মিছিল করল? পুলিশ কী করছে? আমরা জানতে চাই। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক ।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, দিল্লি থেকে টাকা পাঠিয়ে কুমিল্লার মাফিয়া সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা টোকাই দিয়ে মিছিলগুলো করাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এদের আইনের আওতায় আনা ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কয়েকজন টোকাই ভোরে মিছিলটি করে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী বলেন, মিছিলের পর ফুটেজটি আমি দেখেছি। আমাদের টিম কাজ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক