হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে, তাহলে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে নির্বাচনি পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আপনাদেরই ঘরের সন্তান। ধর্ম-বর্ণ কিংবা দল-মতের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। রাজনীতিতে যেন কেউ ব্যাংক ডাকাতের মতো ভোট ডাকাতি করতে না পারে, সে জন্য নির্বাচন ও ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিজ জন্মস্থান রসুলপুর ইউনিয়নের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, এই ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। এখানে প্রায় ২২ হাজার ভোটার রয়েছেন। আপনারা ঐক্যবদ্ধভাবে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিলে বিজয় নিশ্চিত করা সহজ হবে।

নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে নির্বাচন করছি। প্রতিদিন অন্তত ১০ জন ভোটারের সঙ্গে কথা বলে আমার প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করার চেষ্টা করবেন।

এ সময় নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে কিশোরের মৃত্যু, অসুস্থ ২

তারেক রহমানের কাছে যে তিন দাবি জানালেন সাঈদ আল নোমান

প্রস্তুত কুমিল্লার ডিগবাজি মাঠ, সন্ধ্যায় বক্তব্য রাখবেন তারেক রহমান

হান্নান মাসউদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিএনপির

শতবর্ষী যাতায়াতের পথ বন্ধ করে যুবলীগ নেতার দোকান নির্মাণ

বিএনপির প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন জানালো জাতীয় পার্টি

খোলা আকাশের নিচে নামাজ আদায় করছেন রোহিঙ্গা মুসল্লিরা

বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছেন কৃষক: তারেক রহমান

সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে

গণভোটের প্রচারে প্রাণ নেই, বিভ্রান্তিতে সাধারণ মানুষ