কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া উপজেলার উত্তর হারবাং নতুন বাজার এলাকা থেকে কক্সবাজার রেলওয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
এরআগে সোমবার ভোরে রেললাইনের উপর ওই লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে হারবাং ফাঁড়ির একদল পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদার ঘটনাস্থলে গিয়ে রেললাইনের উপর থেকে লাশ উদ্ধার অন্যত্র সরিয়ে নেয়। এ সময় বৃদ্ধের শরীর থেকে ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়া দু’পা রেললাইনের উপরেই পড়েছিল। হারবাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোজাহের আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া কক্সবাজার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে। সম্ভবত রোববার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেসে কাটা পড়েই ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তির ডান পা হাটুর নিচ থেকে এবং বাম পা গোড়ালির নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাথার সামনে এবং পেছনের অংশেও মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডি ও পিবিআইর সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে লাশ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।