হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে খাল অবৈধ দখলমুক্ত করার দাবি

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর খাল দখলমুক্ত করার দাবি

বন্যা ও জলাবদ্ধতা থেকে নোয়াখালী জেলাবাসীকে রক্ষায় খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলার চৌমুহনীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

শুক্রবার ১১ (জুলাই) জুমার নামাজের পর চৌমুহনী রেলওয়ে গেইটেে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা দাবি করেন, দীর্ঘদিন থেকে নোয়াখালীর অধিকাংশ খাল অবৈধ দখলে চলে গেছে। খালের উপর গড়ে উঠেছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে নোয়াখালীতে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ।

বিগত দিনের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার পরও প্রশাসন অবৈধ দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে কোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এতে এবারও ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে মানববন্ধনের আয়োজকরা। অন্যথায় সড়ক অবরোধসহ রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বেগমগঞ্জ ব্লাড গ্রুপ পরিবারের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির উদ্দিন মুন্না, যুব অধিকার পরিষদ বেগমগঞ্জ উপজেলার আহ্বায়ক সিনবাদ সাকিল সহ অনেকে বক্তব্য রাখেন।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, জলাবদ্ধতা নিরসনে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছি আমরা।বরাদ্দ পেলে খাল অবৈধ দখল মুক্ত, খনন ও পুনরুদ্ধার কাজ করা হবে।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের