হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ফেনীর জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ফেনী

অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে ফেনীতে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা স্লোগান দেন-‘ঢাকায় হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘জুলাই যোদ্ধারা আহত কেন, প্রশাসন জবাব চাই’ ‘জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে’ ‘ইন্টেরিম সরকার ব্যর্থ ব্যর্থ’ ইত্যাদি।

আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে আহতদের এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তাদের ভাষায়, ‘আমাদের রক্তের ওপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, অথচ আমরা এখনো অস্বীকৃত। আইনি স্বীকৃতি ছাড়া ভবিষ্যৎ সরকার পরিবর্তনের পর আমাদের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়ে গেছে। বাধ্য হয়েই আবার রাস্তায় নেমেছি।’

আরেক আন্দোলনকারী বলেন, ‘আমাদের হাজারো ভাইয়ের আত্মত্যাগে এই সরকার এসেছে। অথচ সেই সরকারের পুলিশ বাহিনীই এখন আমাদের ওপর হামলা চালাচ্ছে। এত রক্ত ঝরানোর পরও এমন পরিণতি হবে ভাবিনি।’

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের

দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়