হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ ধরার ট্রলারে হামলা করে জেলেকে অপহরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা নিশান উদ্দিন (২২) নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার রাতে ঘাটে ফিরে এসে জেলেরা এসব জানায়।

অপহৃত নিশান উদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু স্যারাংয়ের ছেলে ।

এর আগে শুক্রবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে হামলার এ ঘটনা ঘটে। এসময় জলদস্যুরা ট্রলারের মাছ, জাল, জ্বালানী তেলসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় আহত ট্রলারের ৫ মাঝি মাল্লা।

জেলেরা জানান, ১৬ মাঝি মাল্লা নিয়ে জামসেদ মাঝির ট্রলারটি গত বৃহস্পতিবার সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার রাতে হঠাৎ জলদস্যুরা তাদের আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অনেককে। এতে ৪ জন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকে । পরে তাদের উদ্ধার করা হয়। এদিকে জলদস্যুরা ট্রলারের সকল মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা ইঞ্চিনের বিভিন্ন অংশ ভেঙ্গে দিয়ে বিকল করে পেলে যায়। এসময় তারা নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেরা অনেক চেষ্ঠা করে ট্রলারের ইঞ্জিন মেরামত করে ঘাটে ফিরে আসে।

ট্রলারের মাঝি জামসেদ উদ্দিন বলেন, জলদস্যুদের কাছে অনেক আগ্নেয়াস্ত্র ছিল। তাদের কথাতে বুঝা গেছে জলদস্যুদের বাড়ি চট্রগ্রামের কোন উপজেলায় হবে। তাদের হামলায় ৪-৫ জন জেলে আহত হয়। অনেকের মাথা ও পায়ে রক্তক্ষরণ হয়েছে। তারা যাওয়ার সময়র নিশানকে নিয়ে যায়। পরে অনেক কষ্ট করে বিকল হওয়া ইঞ্জিন মেরামত করে করে ঘাটে ফিরে আসেন তারা।

এই বিষয়ে জাহাজমারা পুলিশ ফাড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি। এই বিষয়ে জেলেরা এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে নিখোঁজ জেলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক