হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামে বৃষ্টি ও ঝড়ো বাতাসে হেলে পড়েছে আধা পাকা ধান

দুশ্চিন্তায় কৃষক

এমএ হাসান, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

‎বৃষ্টি ও ঝড়ো বাতাসে ফেনীর পরশুরামে কৃষকদের আধা পাকা আমন ধান মাটিতে হেলে পড়েছে।এক রাতের বৃষ্টিতে ফসলের এ অবস্থা হওয়ায় আতঙ্কে রয়েছেন কৃষক। তবে কৃষি অফিসের দাবি,ক্ষতির পরিমাণ খুবই কম। জমিতে পানি জমে থাকলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

‎জানা গেছে,মাঠে আমন ধান পাকতে শুরু করেছে, অনেক কৃষক ধান কাটা শুরু করেছেন। আগামী ১৫ থেকে ২০ দিন পরে আমন ধান কাটার উৎসব শুরু  হবে।বিভিন্ন সবজিও চাষ করছেন কৃষকেরা। বুধবার রাতে কয়েক ঘণ্টার টানা বর্ষণ বিভিন্ন স্থানে আমন ধান হেলে পড়েছে।নিচু জমিগুলোতে পানি জমে রয়েছে। অসময়ের বৃষ্টিতে ফসল বিপর্যয়ের মুখে পড়েছে।

‎উপজেলা কৃষি অফিস জানিয়েছে, আমন মৌসুমে  উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ ইউনিয়ন ও পরশুরাম পৌরসভায় ৫৮৫৫ হেক্টর কৃষিজমিতে ধান আবাদ করা হয়। এছাড়া শীতকালীন সবজির  -মুলা ২৫ হেক্টর,লালশাক ২৫ হেক্টর, লাউ ৪৫ হেক্টর, মিষ্টি কুমড়া ৪০ হেক্টর, বেগুন ২৫ হেক্টর,পালং শাক ১ হেক্টর,করলা ১৫ হেক্টর, বরবটি ২০ হেক্টর, সিম ৫৫ হেক্টর, ক্ষিরা ১১ হেক্টর, মরিচ ১০ হেক্টর ও ধনিয়া ১৪৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।

‎কয়েক দিনের মধ্যে আবহাওয়া অনুকূলে না এলে আমন ধান ও বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ার আশংকা করছেন কৃষকরা।

‎মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের কৃষক হাজী বোরহান উদ্দিন বলেন,দুই কানি জমিতে আমন ধান আবাদ করেছি। ধান প্রায় পেকেছে। কিছু দিনের মধ্যে ধান কাটব। হঠাৎ বৃষ্টি হওয়ায় জমিতে ধান গাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে আছে। নতুন করে বৃষ্টি হলে পানি জমে ধান পঁচে যাবে।

‎আবহাওয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

‎বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) তথ্য বলছে, ‘বৃষ্টিতে ধান গাছ হেলে পড়লে উৎপাদনে প্রভাব পড়তে পারে। ধান যদি পরিপক্ব না হয় তবে চিটা বেড়ে যাবে। আবার পরিপক্ব ধান পড়ে গেলে ইঁদুরের আক্রমণ বাড়তে পারে।’

‎উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান,ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ৪/৫ হেক্টর জমির ফসল নুয়ে গেছে। বৃষ্টি না হলে ফসলের কোন ক্ষতি হবে না বলে তিনি জানান। 

চট্টগ্রামে আবারও গোলাগুলি, গুলিবিদ্ধ ৫

গুলির সময় পালায় পুলিশ, লাশ তুলতে আসে পরে

সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি: ড. তাহের

গণসংযোগে ঢুকে দুই হাত দূর থেকে বিএনপি প্রার্থীকে গুলি

এনসিপি মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে: হাসনাত আব্দুল্লাহ

তিতাসে প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন, দুদকের অভিযান

অপহরণের ২৩ দিন পর চারজনকে ঝিকরগাছা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

কুমিল্লা-১০, মনোনয়ন না দেওয়ায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ

জানা গেল বিএনপি প্রার্থীর সঙ্গে গুলিবিদ্ধ হয়ে নিহতের পরিচয়

মহালছড়িতে বাজারে আগুন, ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত