হোম > সারা দেশ > চট্টগ্রাম

তরুণেরা বাংলাদেশকে নেতৃত্বে দেবে: চাকসু ভিপি

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

বর্তমান সময়ে তরুণেরা বাংলাদেশকে নেতৃত্বে দেবে বলে মন্তব্য করেছেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

বৃহস্পতিবার রাউজান সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীণ বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি ইব্রাহিম বলেন, সময় পাল্টেছে, তরুণরা বাংলাদেশের হাল ধরবে। যেভাবে ফ্যাসিস্ট-স্বৈরাচার থেকে বাংলার মানুষকে উদ্ধার করেছে, একইভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে হবে। জুলাই বিপ্লবে তরুণেরা দেখিয়ে দিয়েছে অসাধ্য বলতে কিছু নেই। তাই আমাদের পেছনে তাকানোর সুযোগ নেই।

ইব্রাহিম বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা এখনও পিছিয়ে আছে। আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক পিছিয়ে। যেখানে অন্যান্য দেশগুলো উন্নতির দিকে ধাবিত হচ্ছে, সেখানে আমরা সেগুলো কল্পনা করতে পারি না। আমাদের সে জায়গা থেকে বের হয়ে নতুন আঙ্গিকে এগিয়ে যেতে হবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে এমনভাবে তৈরি করো, যাতে তোমাকে দেখে অনুপ্রেরণা পায় অন্যেরা। তোমার পড়ালেখা থেকে শুরু করে আচার-ব্যবহার মানুষ যাতে সুনাম করতে পারে। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের শেখায় কিভাবে নিজেকে সৃষ্টি করতে হয়। তাই আজ শিবিরের ছায়াতলে এসেছে মেধাবী শিক্ষার্থীরা।

সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের দাওয়াত দেন ভিপি ইব্রাহিম হোসেন রনি।

উপজেলা জামায়াতের আমির শাহজাহান মঞ্জু বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তোমাদেরকে এগিয়ে যেতে হবে। যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির তোমাদের পাশে থাকবে।

রাউজান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী, জামায়াতের উপজেলা আমির শাহজাহান মঞ্জু, ডা. ওমর ফারুক, সমাজসেবক আবু জাফর চৌধুরী, আবুল হাশেম, শহিদ চৌধুরী, বেলাল মোহাম্মদ, মিজানুর রহমান চৌধুরী, শিবির সভাপতি মো. শাহজালাল।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের কর্মকর্তারা। এছাড়া পবিত্র কুরআন বিতরণের পাশাপাশি সংগঠনের বিভিন্ন বই, ডায়েরি ও কলম উপহার দেয়া হয়।

৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি

ফেনীতে সড়ক অবরোধ ও রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

জাল কাগজে শতকোটি টাকার অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে স্থগিতাদেশ

এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা

চট্টগ্রামে আ.লীগের লকডাউনে সাড়া নেই, জনজীবন স্বাভাবিক

শেখ হাসিনার সন্ধান চেয়ে শিবিরের মাইকিং, পুরস্কার ঘোষণা

চট্টগ্রামের মোড়ে মোড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা, শোডাউনে শিবির

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

মিন্টু ও মানিকের জমজমাট লড়াইয়ের আভাস