হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌপথে অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা রোধে সজাগ রয়েছি: কোস্টগার্ড মহাপরিচালক

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সন্দ্বীপের উপকূলীয় এলাকা এবং বিচ্ছিন্ন দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল) জানান, সন্দ্বীপের বিশেষ ভৌগোলিক অবস্থান বিবেচনায় সেখানে ৩৫৩ জন দক্ষ সদস্য নিয়োগ করা হয়েছে।

ব্রিফিংয়ে সন্দ্বীপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সন্দ্বীপের মূল ভূখণ্ডের পাশাপাশি চারপাশের নদীপথ ও বিচ্ছিন্ন চরগুলোর ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের এই ৩৫৩ জন সদস্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করবেন। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ মোতায়েন কার্যক্রম চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা যেহেতু জলপথ নির্ভর, তাই নির্বাচনি সরঞ্জাম পরিবহন এবং ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে কোস্ট গার্ডের শক্তিশালী টহল দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। বিশেষ করে দুর্গম ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে ড্রোন নজরদারি চালানো হবে যাতে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ না থাকে।

এডমিরাল মো. জিয়াউল হক বলেন, “সন্দ্বীপের মতো উপকূলীয় এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। ভোটাররা যাতে ভয়ভীতিহীন পরিবেশে তাদের ভোটাধিকার এবং গণভোটে মত প্রকাশ করতে পারেন, সেজন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা দমনে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

অন্তর্বর্তীকালীন সরকার আয়োজিত একই দিনের গণভোটকে কেন্দ্র করে সন্দ্বীপের জনগণের মধ্যে যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, তা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড। নদীপথে যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা রোধে বাহিনীর গোয়েন্দা শাখা সজাগ রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

‘না’ ভোটের পক্ষে বিএনপি প্রার্থীর ফেসবুক পোস্ট, আ.লীগ নেতাদের সমর্থন

শেরপুরের ঘটনাই প্রমাণ করে একটি দল নির্বাচন বানচালে তৎপর

ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা বিএনপির অঙ্গীকার

বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল ইজারার প্রতিবাদ শ্রমিকদলের

যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তারা জনসমর্থন হারাচ্ছে

চট্টগ্রামে হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

বিজয়ী হলে রাঙ্গামাটিকে মডেলায় জেলায় রূপান্তর করা হবে

ফেনীতে মুক্তিপণের দাবিতে শিশু হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড

আগামীকাল ফেনী যাচ্ছেন ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে