হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কাউকে ফোন দেইনি। কাউকে ভয় দেখাইনি। আমরা কেন ভয় দেখাবো। ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না। বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা-৪ আসনের দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা প্রতিযোগিতা করব। কোন প্রতিহিংসার রাজনীতি করবো না। আমাদের মাঝে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে। আপনারা যার যার ভোট সে সে দিবেন। মারামারি করবেন না। যারা মারামারি করে তাদের কাজই হলো মারামারি করে তাদের দলকে উপস্থাপন করা।

অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ফোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। মনে রাখবেন যারা ভয় দেখায় ‌তাদের গদি লইড়া যাইতেছে। এই কারণেই তারা ফোন দিয়ে ভয় দেখায়। আর ভয় মানুষ তখনই দেখায় যখন সে নিজেই ভয় পায়।

চাঁদাবাজদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমাদের বিরোধিতা যারা করে তারা বুঝতে পেরেছে। তাদের টেন্ডারবাজির ব্যবসা, চাঁদাবাজির ব্যবসা, মামলাবাজির ব্যবসা এগুলো আমরা বন্ধ করে দেব। এজন্যই তারা এখন আমাদের সাথে বিরুদ্ধাচরণ শুরু করেছে।

হুমকি দাতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদেরকে অনেকে হুমকি-ধমকি দিচ্ছে আমাদেরকে মেরে ফেলবে। আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট দেবিদ্বারের নারীরাই আমাকে প্রথমে সেভ করবে। তারপর আমার আশেপাশের মানুষজন। বিএনপি ও জামাতের নেতারাও আমার জন্য ডাল হয়ে রাস্তায় দাঁড়াবে। দেবিদ্বারে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করে, নেতাদের কথা বলতে পারব না।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন দেবিদ্বার থেকে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। গত কয়েকদিন ধরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে পথসভা ও গণসংযোগ করছেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরাও প্রচার-প্রচারণা অংশগ্রহণ করছেন ।

হাদি হত্যার প্রতিবাদে ভারতীয় অ্যাম্বাসির সামনে বিক্ষোভ, নওফেলের বাসায় আগুন

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, দুই পুলিশ সদস্য ক্লোজড

আমি মামলা করি না ডাইরেক্ট ওয়ারেন্ট করি, বিএনপি নেতা

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন আ.লীগের সহসভাপতি

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার: চাঁদপুরের ডিসি

আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

সীমান্তে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক

সন্ত্রাস নির্মূলে ‘চরম পন্থা’ অবলম্বনেও পিছপা হবে না পুলিশ: সিএমপি কমিশনার

সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা ফেলে পালিয়ে গেলো পাচারকারী