হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা-৪ দেবিদ্বারে পোস্টাল ব্যালটের নিবন্ধন ১০ হাজার ছাড়াল

প্রতিনিধি, কুমিল্লা ও দেবিদ্বার উপজেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ আসনে মোট ১০ হাজার ১৬২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধিত ভোটারদের মধ্যে ৯ হাজার ৪৪৫ জন পুরুষ ও ৬৯০ জন নারী ভোটার রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেবিদ্বার আসনে পোস্টাল ব্যালটের আওতায় নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য আলাদা গোলাপি রঙের ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে ব্যালট পেপার ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হলে বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দপ্তরে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এসব পোস্টাল ব্যালট গণনা করা হবে।

এ বিষয়ে সিঙ্গাপুরপ্রবাসী আবু কাউছার বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে অনলাইনে নিবন্ধন করেছি।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বন্দুকসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল নান্দনিক ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

পুলিশের গুলিতে পা হারানো সেই ছাত্রদল নেতা আবারো গ্রেপ্তার

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত

সমীর দাসের বাড়িতে জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না

দেবিদ্বারে অটোচালকের লাশ উদ্ধার

কক্সবাজারের সাবেক পৌর চেয়ারম্যানের আরো এক মামলায় ৫ বছরের কারাদণ্ড

চৌদ্দগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫