চট্টগ্রাম নগরের পলিটেকনিক মোড়ে বাংলাদেশ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সরকারি পলিটেকনিক জামে মসজিদ ও মাইজপাড়া জামে মসজিদে মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক, পুলিশের গুলিতে পা হারানো সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে পৃথক আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
এতে উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, টেক্সটাইল ইন্সটিটিউট ছাত্রদলের সভাপতি রাকিব ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম, রায়হান গাজী, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক জমির ইমন, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, মো. সুজন, মো. কাশেম, সাদ্দাম হোসেন, মো. সাগরসহ ৪২ ও ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া চাওয়া হয়। এছাড়া দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সাহস ও সংগ্রামের কথা তুলে ধরে তার অবদান নিয়ে আলোচনা করেন।