হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৪ আসনে দলের প্রার্থী আসলাম চৌধুরী বলেছেন, বিএনপি পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে। এই খাতের শ্রমিকরা অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে অতিরিক্ত কর্মঘন্টায় কাজ করে। অনেক সময় ন্যায্য মজুরিও পান না। আমরা শ্রমিকদের সুযোগ-সুবিধা ও এই খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করব।

শুক্রবার সীতাকুণ্ডের ভাটিয়ারী জলিল স্টেশন এলাকায় পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ওই মতবিনিময় সভার আয়োজন করে।

এ সময় তিনি বলেন, পরিবহন শ্রমিকদের অনেক ঝুঁকি থাকে৷ তারা জীবনের মায়া ত্যাগ করে পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হয় দেশের আমদানি-রপ্তানির স্বার্থে৷ সেই অনুযায়ী চাকরীর নিরাপত্তা ও বেতন পান না তারা। এছাড়া পরিবহন খাতে অনেক বিশৃঙ্খলা রয়েছে আমাদের দেশে। বিভিন্ন পক্ষের দ্বারা নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয় তাদের। আমার দল বিএনপি ক্ষমতায় গেলে পরিবহন শ্রমিকদের জন্য কাজ করবে৷ তাদের জীবনমান উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রাখবে। আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও এ ব্যাপারে আন্তরিক। শ্রমিকদের অধিকার ও ঝুঁকি নিরসন নিয়ে বিএনপি অতীতের মতোই কাজ করে যাবে। এছাড়াও আমার সংসদীয় এলাকায় পরিবহন শ্রমিকদের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগেও নানা সহযোগিতা থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল খান লাদেনের সঞ্চালনায় ও কার্যকরী সভাপতি শাহজাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস বাহাদুর, সহ- সাধারণ সম্পাদক রফিক ওমর, সাংগঠনিক সম্পাদক মির্জা শামসুদ্দিন, সহ-প্রচার সম্পাদক হাসান, সড়ক-মহাসড়ক বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন, মোতাহার হোসেন মানিক, আলী, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, নুরের সাফা, ফয়জুল হক ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টেকনাফে পাহাড়ে ডাকাতদের গোলাগুলি, তরুণী নিহত

যাত্রীবাহী গাড়ি থেকে ২১ মণ জাটকা উদ্ধার

চট্টগ্রাম–৮ আসন এনসিপিকে ছেড়ে দেয়ায় জামায়াত নেতাকর্মীদের ক্ষোভ

দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করায় জরিমানা

রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সা. সম্পাদকের ইন্তেকাল

কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না: আমীর খসরু

নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৬

মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: প্রেস সচিব

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ যুবকের মৃত্যু