হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কেউ নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। এমন কিছু ঘটলে, আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।

রাউজানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে রাউজান সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রামের প্রথম নির্বাচন সংশ্লিষ্ট মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ জাতিকে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়া। আমাদের সেই পবিত্র দায়িত্ব জনগণের যে আকাঙ্কা যে প্রত্যাশা, বিশ্ববাসী আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের ভাবমূর্তি রক্ষায় আমরা জাতিকে একটি উৎসব মুখর পরিবেশে একটি গ্রহণ যোগ্য ফ্রি ফেয়ার ইলেকশন আমরা উপহার দিবো।

এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্ট লীগের কেউ যাতে বিনষ্ট করতে না পারে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে জায়গাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। রাউজানবাসী আমাদের পাশে থাকবে। নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে যারা বানচাল করতে চায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

স্বাগত বক্তব্য দেন, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে সৈয়দ মাহাবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাপিক) শেখ সেলিম, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, ওসি সাজেদুল ইসলাম, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী।

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারের আদেশ

পতিত জমি দখল নিয়ে আ.লীগ–বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ৫ জন আহত

শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগ

রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন