হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুরি করতে গিয়ে যুবদল নেতা জনতার হাতে আটকের ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের যুবদল নেতা মোজাম্মেল মেম্বার চুরি করতে গিয়ে জনতার হাতে আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে- কয়েকজন যুবক ওই যুবদল নেতাকে ধরে মারধর করছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক হইচই সৃষ্টি হয়। এর আগে গত কয়েকদিন ধরে ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে একটি মহল। গেল ২১ জুন রাতে বুড়িচং উপজেলা দেবপুর এলাকায় চুরি করার সময় তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে তাকে তার বোনের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু আমার দেশকে জানান, মোজাম্মেল মেম্বার দুলালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার মতো ব্যক্তি এমন কাজ কিভাবে করল বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদল নেতা জানান, দুলালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেজুড়া গ্রামের মোজাম্মেল হককে অবিলম্বে বহিষ্কার করুন। না হয় দলের ভাবমূর্তি নষ্ট হবে।

বুড়িচং উপজেলা দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদ উল্লাহ জানান, গত ২১ জুন রাতে কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের এক ডাক্তারের বাসায় ঢুকে মোজাম্মেল। তাকে আটকের পর নাজিরাবাজার পুলিশ ফাঁড়িতে নেয়া হলে দেবপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, সেনাবাহিনী মেডিকেল অফিসার ওই যুবদল নেতার বিরুদ্ধে কোন অভিযোগ না করায় আমরা তাকে তার বোনের জিম্মায় ছেড়ে দিয়েছি।

সীতাকুণ্ডে জামায়াত আমিরের জনসভা ঘিরে প্রস্তুতি

বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে আবারও হামলা

দাঁড়িপাল্লায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিল

‘না’ ভোটের পক্ষে বিএনপি প্রার্থীর ফেসবুক পোস্ট, আ.লীগ নেতাদের সমর্থন

শেরপুরের ঘটনাই প্রমাণ করে একটি দল নির্বাচন বানচালে তৎপর

নৌপথে অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা রোধে সজাগ রয়েছি: কোস্টগার্ড মহাপরিচালক

ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা বিএনপির অঙ্গীকার

বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল ইজারার প্রতিবাদ শ্রমিকদলের

যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তারা জনসমর্থন হারাচ্ছে