হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার সুস্থতার জন্য দুই হাজার মানুষকে খাওয়ালেন বিএনপি নেতা

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। এ সময় তিনি দুই হাজার মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

বুধবার ডিসেম্বর বুধবার দুপুরে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন সোন্দ্রম এলাকায় দুই হাজার মহিলা নিয়ে দোয়ার আয়োজন করেন কুমিল্লা-৫ এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান।

দোয়া মাহফিলে মহিলা বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি আওয়ামী লীগের সাথে কোনো আপস করেন নাই। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সারা দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছে। দেশের প্রয়োজনে তাঁর সুস্থ হওয়া খুবই প্রয়োজন।

এ সময় দোয়া পরিচালনা করেন ক্বারী নাসরিন আক্তার। তিনি বলেন, ১৮ কোটি মানুষের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। “হে আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সারাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য কান্না করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন।”

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান জানান, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে তিনি অসুস্থ হয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। তাঁর সুস্থতার জন্য আমি সকলের কাছে দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সালাউদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রামে তারেক রহমান, ৬ জনসভায় থাকবেন আজ

তারেক রহমানের জন্য ভোট চাইলেন শাহজাহান

টানা দেড় ঘণ্টা পেটানো হয় র‍্যাবের তিন সদস্যকে

হাতিয়ায় এনসিপিতে যোগ দিলেন বিএনপির সাবেক নেতাকর্মী

নিখোঁজের ৮দিন পর কলেজ ছাত্রের লাশ মিলল ট্যাংকিতে, আটক ১

চট্টগ্রামে দেশ গঠনের রূপরেখা উপস্থাপন করবেন তারেক রহমান

দুর্নীতি ও চাঁদাবাজি করবো না কাউকে করতেও দেবো না

এনসিপি প্রার্থীকে আসন দিলেও জামায়াতের নাসেরকে ছাড়তে পারছে না সমর্থকরা

চাঁদপুরে শ্রমিক লীগ নেতা শামীম গ্রেপ্তার

তারেক রহমানকে যে বার্তা দিতে চান ফেনীর জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা