ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে ৫টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ঘোষিত এ তলিকায় চাঁদপুর- ১ (কচুয়া) থেকে মনোনয়ন পেয়েছেন চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়কারী এবংর কচুয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলামক। তিনি পেশায় ডেন্টাল চিকিৎসক। তার বাড়ি কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামে। তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ থেকে বিডিএস (ডেন্টাল) পাস করেছেন। বর্তমানে তিনি সেখানেই প্র্যাকটিস করছেন।
চাঁদপুর-২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসনে প্রার্থী করা হয়েছে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দুকে। তিনি ১৯৯৮ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ থেকে স্নাতক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জিং সময়ে তিনি চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।চাঁদপুর জেলা ছাত্র প্রতিনিধি হয়ে আহত ও শহীদ পরিবারগুলোকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
বর্তমানে ইসরাত জাহান বিন্দু এনসিপির একমাত্র অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তেজগাঁও জোনের আওতাধীন ৯ থানার দায়িত্ব এবং কুমিল্লা অঞ্চলের ৬ জেলার প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি সংগঠনের ‘অর্থ বিষয়ক উপকমিটি’র সদস্য হিসেবেও দায়িত্ব পেয়েছেন। তরুণ নেতৃত্ব, সংগঠনিক দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকা রাখায় তাকে জাতীয় যুব নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে।
ইসরাত জাহান বিন্দু দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব বিকাশে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। আন্দোলনের কঠিন সময় থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্ব, সব জায়গায় তিনি নারীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আত্মবিশ্বাসী, সচেতন ও নেতৃত্বদানকারির ভূমিকা নিতে উৎসাহিত করেছে। চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এ পর্যন্ত কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম মনোনয়ন পেয়েছেন ইরেশ ।
জানা গেছে, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের প্রার্থী মাহাবুব আলম এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ডুকুমেন্টেশন অ্যান্ড আর্কাইভ সেলের প্রধান ও এনসিপির মিডিয়া সেল সদস্য হিসেবে আছেন।
মাহাবুব আলম ১৯৯৭ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক এবং চাঁদপুর -৫ (শাহরাস্তি -হাজীগঞ্জ) আসনের প্রার্থী মাহাবুব আলম বলেন, গত ৫৪ বছর ধরে সন্ত্রাসের রাজনীতি করা হয়েছে। যুগে যুগে এ দেশের মানুষ রক্ত দিয়ে গেছে। সন্ত্রাসী, চাঁদাবাজের রাজনীতি এখন আর মানুষ চায় না। আমরা জনগণের হাতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারা পরিবর্তন চায়। চাঁদপুরে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সবগুলো আসনের প্রার্থী দেওয়া হবে। আমরা ৫টি আসনেই জয়ের ব্যপারে আশাবাদী।