হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুর-১: বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে।

রোববার রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, সেলিম সমাবেশের মাধ্যমে ভোট চেয়েছেন এবং সেটি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর বিধি-৩ এবং বিধি-১৮-এর স্পষ্ট লঙ্ঘন। এজন্য তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং আগামী ২০ জানুয়ারি নিজে বা প্রতিনিধি মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৭ জানুয়ারি অনুষ্ঠিত সমাবেশের একটি ভিডিও সেলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ২৭ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে একটা ভোট দিবেন? দেবেন আমাকে একটা ভোট। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বোনের ছেলে, আমি আপনাদের ভাইয়ের ছেলে। আমার অধিকার আছে, আমার দাবি আছে। আমি এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই।’

লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিল্লাল হোসেন শোকজপত্রে উল্লেখ করেন, সেলিম নিজের পক্ষে ভোট চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি যাচাই করা হয়েছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এই নোটিশ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমার দেশ’র হাজীগঞ্জ প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

চৌদ্দগ্রামে দিনদুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

স্বামী ও শাশুড়ির জোরপূর্বক বিষপানে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

দুই দশক পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান

নির্বাচনি ব্যয়ের জন্য আর্থিক সহযোগিতা চান জামায়াত প্রার্থী

সাড়ে ৫ মাসে কোরআনের হাফেজা ৯ বছরের নুসরাত

কিসের স্বতন্ত্র, কিসের জামায়াত—তাদের কেন্দ্রে ঢুকতে দেব না বিএনপি নেতার হুঁশিয়ারি

আ.লীগ নেতার মনোনয়ন বৈধ, ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা

বিএনপির মিন্টুর মনোনয়ন বৈধ, যা বললেন জামায়াত প্রার্থী

শ্রমিকলীগ নেতার হামলায় জুলাই যোদ্ধার মা নিহত