হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪০ মামলার পলাতক আসামি সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান উপজেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ৪০টি মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেল ৩টায় রাউজান পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ দুপুর ১টায় নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

গ্রেপ্তার মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার আব্দুল কুদ্দুস প্রকাশ কালু মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, থানার নথিপত্র অনুযায়ী মেজর ইকবালের বিরুদ্ধে রয়েছে ৬টি হত্যা মামলা, দাঙ্গা-মারামারি, অপহরণ ও চাঁদাবাজিসহ ১১টি মামলার বিবরণ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দাবি করেছেন, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থানায় তার নামে ৪০টিরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার ইকবাল হোসেন চৌধুরী স্থানীয়ভাবে পরিচিত ছিলেন একজন ভয়ঙ্কর অপরাধী হিসেবে। তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবু হত্যা ও মুজিব হত্যা মামলার অন্যতম আসামি। তিনি একটি সক্রিয় ডাকাত দলের নেতৃত্ব দিতেন এবং দীর্ঘদিন ধরে রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানিয়েছে পুলিশ সূত্র।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, মেজর ইকবাল দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গতকাল তাকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এটি পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

আপত্তির মুখে রাঙামাটি জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগ স্থগিত

টাকা দেয়ার কথা বলে ব্যবসায়ী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

ঢাকা-সন্দ্বীপে হঠাৎ বন্ধ বিআরটিসির এসি বাস সার্ভিস, বিপাকে পর্যটকরা

অভিযানে পৌনে তিন কোটি টাকার ভারতীয় চোরাই মাল জব্দ

যুবদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৩ নেতা কারাগারে

দেশের ইতিহাসে বেস্ট ইলেকশন হবে: শফিকুল আলম

৩ দিন পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি

নোয়াখালীতে এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু

এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না: হাসনাত আবদুল্লাহ