হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪০ মামলার পলাতক আসামি সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান উপজেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ৪০টি মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেল ৩টায় রাউজান পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ দুপুর ১টায় নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

গ্রেপ্তার মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার আব্দুল কুদ্দুস প্রকাশ কালু মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, থানার নথিপত্র অনুযায়ী মেজর ইকবালের বিরুদ্ধে রয়েছে ৬টি হত্যা মামলা, দাঙ্গা-মারামারি, অপহরণ ও চাঁদাবাজিসহ ১১টি মামলার বিবরণ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দাবি করেছেন, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থানায় তার নামে ৪০টিরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার ইকবাল হোসেন চৌধুরী স্থানীয়ভাবে পরিচিত ছিলেন একজন ভয়ঙ্কর অপরাধী হিসেবে। তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবু হত্যা ও মুজিব হত্যা মামলার অন্যতম আসামি। তিনি একটি সক্রিয় ডাকাত দলের নেতৃত্ব দিতেন এবং দীর্ঘদিন ধরে রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানিয়েছে পুলিশ সূত্র।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, মেজর ইকবাল দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গতকাল তাকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এটি পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক