হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যা, গহীন পাহাড়ে মিলল লাশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ মালয়েশিয়া প্রবাসী জাহেদ হোসেনের লাশ গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাহাড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহেদ হোসেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা রমজান আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী এবং মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রমতে, গত ৬ জানুয়ারি একদল দুর্বৃত্ত জাহেদ হোসেনকে বাড়ি থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে কাঠ কাটতে যাওয়া একদল কাঠুরিয়া পাহাড়ে নুরু নামের এক ব্যক্তির বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত হয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পুলিশকে খবর দেন।

নিহতের স্বজনরা দাবি করছেন, জাহেদের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

সুত্র বলছে, এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আব্দুস সালাম (৪৫), আব্দুল হাকিমের ছেলে গুরা মিয়া (৪১) ও আব্দুস শুকুরের ছেলে শাহ আলমকে (৩৪) আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গণতন্ত্র, ত্যাগ, সংগ্রামের কারণে বেগম জিয়া ছিলেন একটি প্রতিষ্ঠান: খোকন

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন

নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি

সাগর থেকে কুতুব‌দিয়ার ২ জেলের লাশ উদ্ধার

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, নিহত ৪

যৌথ অভিযানে ঢাকায় উদ্ধার ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ

কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ নিহত ৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১২

নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় সন্দেহ রয়েছে: এবি পার্টি