হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ঘুমন্ত কেবিন বয় নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার

আগুনে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনগামী জাহাজ। ছবি: আমার দেশ

কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী ‘এমভি আটলান্টিক’ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহাজটির কেবিন বয় জাহিদ হোসেন (৩৫) নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।

শনিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী উঠানোর আগমুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন রুম থেকে সৃষ্ট ওই অগ্নিকাণ্ডে জাহাজটির অধিকাংশই পুড়ে গেছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র বলছে, দুর্ঘটনাকবলিত আটলান্টিক জাহাজ এবং আরেকটি জাহাজ ‘এলসিটি কাজলে’ করে অন্তত ১৯৪ জন যাত্রীর সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার কথা ছিল। অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শতাধিক যাত্রীকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, কেয়ারি সিন্দবাদ ও বে ক্রুজে স্থানান্তর করা হয়েছে।

আটলান্টিক জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, যাত্রী পরিবহনের জন্য নোঙর থেকে ঘাটে আসার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। তবে কী কারণে আগুন লেগেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরো জানান, জাহাজের ক্যাপ্টেন ও ক্রুরা নিরাপদে রয়েছেন।

দায়িত্বরত সরকারি কর্মচারীরা জানান, শনিবার ভোরে যাত্রা করতে না পারা যাত্রীদের আগামীকাল রোববার সেন্টমার্টিন পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

বিআইডব্লিউ ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের জন্য নির্ধারিত ভ্রমণ পাস চেকিং চলছিল। হঠাৎ করেই আটলান্টিক জাহাজে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সময় সেখানে আরো তিনটি জাহাজ নোঙর করা ছিল।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানের কর্মচারীর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে হাসপাতাল ও ৫ বাড়ি

পলাতক মন্ত্রী-এমপিদের ৩০ গাড়ি গেল পরিবহন পুলে

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

রামুতে জি-৪ রাইফেলের গুলিসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ

আমার দেশ প্রতিনিধি পিয়াস ডেঙ্গুতে আক্রান্ত

দুই লঞ্চের ধাক্কায় নিহত ৩ জনের বাড়ি লালমোহনে

হাদিকে হত্যা করেছে ‘ভারতীয় ‘র’ সমাবেশে চট্টগ্রামের ছাত্র-জনতা

লক্ষ্মীপুরে সম্মাননা পেলেন ৩৭ গুণী ব্যক্তিত্ব