হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের স্বাধীনতা দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ।

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এর ই/০৬ ব্লকের মফিজের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে হাজার হাজার রোহিঙ্গা অংশগ্রহণ করেন। সমাবেশে ইউসিআরের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ক্যাম্পের মাঝি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ রোহিঙ্গারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ শাসন থেকে মিয়ানমারের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে তারা ২০১৭ ও ২০২৪ সালে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বর্বরতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

সমাবেশে ইউসিআর নেতৃবৃন্দ জানান, রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায় এবং মাতৃভূমিতে প্রত্যাবাসনের লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, রোহিঙ্গাদের নাগরিক অধিকার স্বীকৃতি দিয়ে কার্যকর ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার জন্য।

বক্তারা বলেন, আমরা আমাদের আরাকানে ফিরে যেতে চাই। আমরা আমাদের রাষ্ট্র মিয়ানমারে ফিরে যেতে চাই। আমরা আর শরণার্থী হয়ে থাকতে চাই না। বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করেছে, এবার আমরা আমাদের জন্মভূমি মিয়ানমারে ফিরতে চাই।

ভারতের জন্য বন্দর নির্মাণে পাহাড় কেটে জমি ভরাট

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় মুরগির খামারে আগুন

যুবদল নেতা জানে আলম সিকদারের দাফন সম্পন্ন

শাহ আমানত বিমানবন্দরের ড্রাইভওয়েতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

হাসিনা ও তার পিতা এদেশে গণতন্ত্র হত্যা করেছে: সালাহউদ্দিন আহমদ

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেবো: হাসনাত

নির্বাচনে প্রভাব বিস্তারকারীকে আইনের আওতায় আনার নির্দেশ ইসির

মায়ের মৃত্যুর কুলখানির দিনে ছেলের মৃত্যু

পাহাড়ে বিপর্যস্ত মানুষ, রুমায় শীতার্তদের পাশে বিজিবি