হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপিতে এসে প্রমোশন পেলেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার মেঘনায় এক আওয়ামী লীগ নেতাকে প্রমোশন বা পদন্নতি দিয়েছে বিএনপি! উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন আবদুল মান্নান মিয়া। তার নাম একই ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১৭ জুন বড়কান্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড বিএনপির সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মমিন মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির একাধিক নেতা জানান, হামলা-মামলা সহ্য করে দলের পাশে ছিলেন তারা। অথচ ত্যাগীদের মূল্যায়ন না করে এক সময়কার আওয়ামী লীগ নেতাকে বিএনপির দায়িত্ব দেওয়া তাদের জন্য লজ্জার। এটি দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে অবিচার।

মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার বলেন, ঐদিন সভায় আমি উপস্থিত ছিলাম। আমরা তো বুঝতে পারিনি আওয়ামী লীগের আবদুল মান্নানকে সভাপতি করার প্রস্তাব করা হয়েছে। পরে আমরা শোনার পর ইউনিয়ন কমিটিকে বলেছি। কমিটি বাতিল করার জন্য।

তিনি আরো বলেন, এই কমিটি করার জন্য যে প্রস্তাব করেছে বা সুপারিশ করেছে তাকেও সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের লোক দিয়ে কোনো কমিটি করা যাবে না।

এ বিষয়ে জানতে ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়াকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি বলেন, আমরা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেছিলাম। তখন কেউ বলেনি যে ওই লোক আওয়ামী লীগ করে। আরো তিন জন প্রার্থী হয়েছিল। তাদের আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পদ দেওয়া হয়নি। ইউনিয়ন বিএনপি নেতাদের বলেছি কমিটি বাতিল করার জন্য।

লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নিতে পারে

প্রশাসনকে সন্ত্রাসী ইয়াছিনের হুমকি

সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ধারালো অস্ত্রসহ দুই ডাকাত আটক

আদালতের হাজতখানায় আ. লীগ নেতাদের ‘বেয়াইখানা’, ৫ পুলিশ প্রত্যাহার

আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং: ডা. তাহের

শেখ হাসিনা পারিবারিক প্রতিহিংসা বাস্তবায়নে ক্ষমতায় এসেছিলেন

জমি বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করা হলো ৪ বছরের শিশু নুরকে

এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ