আমার দেশের অনুসন্ধান
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাড়ইপাড়া এলাকায় নিজ বাড়ির আঙ্গিনায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া মো. আজমকে (২৩) গুলিবর্ষণকারীর পরিচয় পাওয়া গেছে।
আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে আসে যে গুলি করেছেন হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব আলী। তার সঙ্গে ছিল ছোট ভাই শহিদুল ইসলাম প্রকাশ বুশ। বুশ ও আইয়ুব আলী এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত। তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফার বেশি কিছু ছবি রয়েছে।
গুলি করার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আমার দেশের স্থানীয় সংবাদদাতা। সেখানে দেখা যায়, ভোর ৫টার দিকে কালো রঙের জ্যাকেট পরে বাসার সামনের গলিতে আজম দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন। কিছুক্ষণ পর বুশ বাহিনীর প্রধান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আইয়ুব আলী গুলি করেন। সঙ্গে সঙ্গে আজম বাসার ভেতরে যাওয়ার সময় আরেক রাউন্ড গুলি করেন। পরে দ্রুত সটকে পড়েন আইয়ুব।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে বাড়ইপাড়া আবুল কাশেম সওদাগরের বাড়ি সংলগ্ন এলাকায় আজম নামে ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যান তারা। এসময় দু’রাউন্ড গুলি ছোঁড়া হয়। গুলিবিদ্ধ আজম একই এলাকার মৃত সেকান্দরের ছেলে। গুলিতে তার ছয়টি দাঁত পড়ে গেছে। মাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।
হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ ২০২৩ সালের ১৪ চান্দগাঁও এলাকা থেকে আইয়ুব আলীকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাইনিজ কুড়াল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছিল।
আজমের পরিবার জানান, আজম সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। ৫ আগস্টের পর এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। সর্বশেষ কয়েকটি মাদকবিরোধী প্রচারণা চালান তিনি। পরিবারের ধারণা, শেখ হাসিনা পতনের আন্দোলনে অংশ নেওয়া ও এলাকায় মাদকবিরোধী প্রচারণায় অংশ নেওয়ায় আজমকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন তারা।
আজমের বড় ভাই জায়েদ আমার দেশকে বলেন, ভোর ৫টার দিকে দরজার সামনে বসে আজম মোবাইল ব্যবহার করছিল। এসময় ওই দুইজন যুবক প্রথমে একটি গুলি করলে সেটি লাগেনি গায়ে। এরপর আরেকটি গুলি করলে সেটি মুখের একপাশে লাগে। তার চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি মুখ দিয়ে ঝরঝরিয়ে রক্ত ঝড়ছে। এরপর তাকে ধরাধরি করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি।
জানতে চাইলে চান্দগাঁও থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ বলেন, অভিযুক্ত আইয়ুব আলী বুশ বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে নয়টির বেশি মামলা রয়েছে। আমরা তাকে ধরতে বেশ কয়েকটি অভিযান ইতোমধ্যে পরিচালনা করেছি। আশা করছি, শিগগিরই তাকে আইনের আওতায় আনতে পারবো।
এমএস