হোম > সারা দেশ > চট্টগ্রাম

গরু ও অস্ত্রসহ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন আটক

কুমিল্লা প্রতিনিধি

ছবি: আমার দেশ।

কুমিল্লাসহ আশপাশের কয়েকটি জেলায় সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সংঘটিত গরু চুরি ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের চার সক্রিয় সদস্যকে গরু ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ জানুয়ারি) ভোরে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— কুমিল্লার চান্দিনা উপজেলার ফাইবুল মাহমুদ ওরফে সিফাত (১৯), নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. বেলাল (৪২), মো. নুর নবী ওরফে সুমন (২৫) এবং গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম এলাকার মো. রাহাত রাজু (২৮)।

অভিযানে ৮টি চোরাই গরু, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, লোহার কাটার, হাসুয়া, কুড়াল, লোহার রড, চাপাতি এবং সংকেত প্রদানের কাজে ব্যবহৃত দুইটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার প্রান্তিক এলাকা ছাড়াও ফেনী, নোয়াখালী ও আশপাশের জেলাগুলোতে গরু চুরি ও ডাকাতির ধরন একই রকম হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে নেয় জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা চান্দিনা ও লাকসাম থানাধীন এলাকায় সংঘটিত একাধিক গরু ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পূর্ববর্তী অপরাধ ইতিহাস যাচাই করা হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই সংঘবদ্ধ চক্রটির গতিবিধি নজরে রেখেছিলাম। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে পরিকল্পিতভাবে গরু চুরি ও ডাকাতি করত। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী অযোগ্য ঘোষণা

দেশের প্রতি আত্মত্যাগ খালেদা জিয়াকে বিশ্বনেত্রী করেছে: মুশফিকুর রহমান

বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যা, গহীন পাহাড়ে মিলল লাশ

ঢাকা-কক্সবাজার রুটে শ্যামলী পরিবহনের হেলপার নিখোঁজ

কুমিল্লায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব: হাসনাত আবদুল্লাহ

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

অপহরণ ও নিষিদ্ধ ছাত্রলীগের মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

জুলাই বীরত্ব সম্মাননা পেলেন আমার দেশের এম কে মনির

কুয়াশায় লবণ চাষ ব্যাহত বাঁশখালীতে