হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফের পাহাড়ে ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে- টেকনাফ উপজেলার জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের দাবি, অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষায় যৌথবাহিনীও ফাঁকা গুলিবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে পাহাড়ের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি নাইন এমএম ও ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার একশত রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার এবং ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় একজন অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের তথ্যমতে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের