হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী।

শুক্রবার সকাল ৭টা থেকে সেনাবাহিনীর আটটি টিম হাইকমিশন ও ওই এলাকা সংলগ্ন জাকির হোসেন রোডে অবস্থান নেয়। সড়কের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। একইসাথে ১০০ গজের মধ্যে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও মোতায়েন রয়েছেন। সড়কে ব্যারিকেডের কারণে জাকির হোসেন রোডসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

দুপুর সাড়ে ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে দেখা যায়। কাউকে ওই এলাকায় জটলা করতে দেওয়া যায়নি৷

এর আগে গতকাল রাতে ওসমান হাদির মৃত্যুর খবরের পর সহকারী হাইকমিশনার বাসভবনের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা৷ এসময় তারা হাইকমিশনের সামনে বসে বিক্ষোভ করতে থাকে। রাত দেড়টার দিকে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়৷ এসময় ১২ জনকে আটক করা হয়৷

রাতে ঘটনাস্থল পরিদর্শন এবং সহকারী হাই কমিশনারের সঙ্গে দেখা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

তিনি গণমাধ্যমকে জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএসসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে দুদক

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আইনজীবী আলিফ হত্যা মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম

ফেনীতে শহীদ হাদির গায়েবানা জানাজা ও মহাসড়ক অবরোধ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

ওসমান হাদির মৃত্যুর খবরে ফেনীতে বিক্ষোভ

থমথমে চট্টগ্রাম নগরী: মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

নির্বাচনি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিএনপি-জামায়াতের নেতারা

হাদি হত্যার প্রতিবাদে ভারতীয় অ্যাম্বাসির সামনে বিক্ষোভ, নওফেলের বাসায় আগুন