স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তার নির্বাচনি প্রচারণা বন্ধ করে দিয়েছে।
শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার একটি উঠান বৈঠক চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনি প্রচারণা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, প্রচারণা সবাই করছে, তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমি করলে দোষ কেন? আমি না বললে আপনি এই এলাকা ছেড়ে যেতে পারবেন না। এ সময় তিনি আরও বলেন, আমার কোনো দল লাগে না, আমি রুমিন ফারহানা।
এ বিষয়ে সরাইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক আমার দেশ-কে জানান, ১৭ জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনি প্রচারণা চালান, যা নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের শামিল। এ কারণে তাৎক্ষণিকভাবে ওই সমাবেশ ভেঙে দেওয়া হয়।
এ ঘটনায় জুয়েল নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরিয়া হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।