হোম > সারা দেশ > চট্টগ্রাম

এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদ: চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনারবাহী ট্রেইলার চালানো বন্ধ রেখেছেন ট্রেইলর পরিবহন মালিক ও শ্রমিকরা। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্তজেলা রুটে কনটেইনার পরিবহন করে। ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকরের প্রতিবাদে এই কর্মসূচি শুরু করে তারা। তবে বিভিন্ন ডিপো বা অফডকের ট্রেইলার চলাচল অব্যাহত আছে।

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, কর্মবিরতি বা ধর্মঘট নয়, প্রাইম মুভার মালিকরা ৫৭ টাকার পাস ২৩০ টাকা করায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। শনিবার সকাল থেকে বন্দরে কোনো পরিবহন প্রবেশ করছে না। কারণ, এই বাড়তি টাকা শ্রমিকরা দেবে নাকি মালিকরা দেবে, সেই সিদ্ধান্ত হয়নি।

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম থেকে ভারী গাড়ি (প্রাইম মুভার, ট্রেইলার, লং ভেহিক্যাল) যখন ঢাকা বা কোনো গন্তব্যে যায়, তখন আমাদের লাইন খরচ (ফি, টোল, বকশিশ) ফিক্সড করা থাকে। তেলের দাম বাড়লে সেটি রিভাইস করা হয়। বিষয়টি নিয়ে আমরা বন্দরের পরিচালকের (নিরাপত্তা) সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো সমাধান না হওয়ায় কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তারা।

তবে ব্যবসায়ী নেতারা বলছেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা বা সমন্বয় না করে একতরফা ট্যারিফ বৃদ্ধি করায় এই সংকট সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে আমদানি রপ্তানি বাণিজ্য।

হাটহাজারীতে থানার ভেতর পুলিশের ওপর চড়াও সাবেক শিবির নেতা

চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী আয়োজন

চমেক হাসপাতাল থেকে পালানো ছিনতাইকারী ‘আকাশ’ গ্রেপ্তার

পাচারের আগ মুহূর্তে ২৯ জনকে উদ্ধার, আটক তিন মানবপাচারকারি

প্রবাসীর স্ত্রীকে যুবলীগ নেতার লাঠিপেটার পর ৫ লাখ টাকার কাবিনে বিয়ে

অপরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল পানির উৎসে বাড়ছে ক্ষয়ক্ষতি

চট্টগ্রামে আ.লীগ অফিসে হামলার ঘটনায় যা বলল এনসিপি

বিদেশি নাগরিকের ব্যাগ ছিনতাইকালে ধরা পড়ল দুই যুবক

বিদেশি অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার