হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মরা গরুর গোশত বিক্রির দায়ে কারাদণ্ড

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার আমুয়া গ্রামের ক্ষীরা নদীর পাড়ে জবাইখানায় সোমবার গভীর রাতে রোগাক্রান্ত মৃত গরু জবাই করে গোশত আলাদা মজুদের সময় এক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই গোশত ব্যবসায়ীর নাম আবুল কালাম। তিনি ওই উপজেলার আমুয়া গ্রামের বাসিন্দা ও ভূশ্চি বাজারের গোশত ব্যবসায়ী।

জানা যায়, মৃত গরুর চামড়া তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নজরে আসে। এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করেন এবং মৃত গরুর গোশত উদ্ধার করেন। এসময় উদ্ধারকৃত প্রায় ৮০ কেজি গোশত মাটিতে পুঁতে ফেলা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোশত ব্যবসায়ী আবুল

কালামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে লালমাই থানা পুলিশের এএসআই নজরুল ইসলাম বলেন, 'রাতের বেলা টহল দল নিয়ে বের হলে হঠাৎ নাকে দুর্গন্ধ আসলে সিএনজি থেকে নামি এবং দেখি একটি রোগাক্রান্ত গরু জবাই করে চামড়া ছাড়ানো হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় গরুটি মাটিতে পুঁতে ফেলা হয়।'

স্থানীয় ভূশ্চি বাজারের মাংস ব্যবসায়ী শামছুল হক সাংবাদিকদের বলেন, 'আবুল কালাম বিভিন্ন জায়গা থেকে এমন গোশত নিয়ে এসে বিক্রি করে। আমরা তার বিচার চাই।' উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, 'গরুটি রোগাক্রান্ত এবং গোশত অনেক দুর্গন্ধ ছিল। গরুর বিস্তারিত জানার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।' লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা সাংবাদিকদের বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত গরুর চামড়া ছাড়ানো ভিডিওটি দেখে বিস্তারিত

তথ্য নিয়ে অভিযান পরিচালনা করে ৮০ কেজি পচা গরুর গোশত জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।'

এমএস

বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালি

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

বাঁশখালীর বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার