হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাঈদ আল নোমানের জন্য ভোট চেয়ে মাঠে সাইফের উদ্যোগে গণসংযোগ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-১০ আসনে বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানের জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পুলিশের গুলিতে পা হারানো ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের নেতাকর্মীরা।

শনিবার বিকালে নগরীর পলিটেকনিক্যাল মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী তার নির্দেশে মিছিল বের করে। এ সময় পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জলাই যোদ্ধা মো. শাহীনের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় তারা ’’ভোট দিব কিসে, ধানের শীষে’’, এই আসনে প্রার্থী যারা, সাঈদ আল নোমান সবার সেরা, ১২ তারিখ সারদিন, ধানের শীষে ভোট দিন, তুমি কে ,আমি কে সাইফুল সাইফুলসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় তারা ব্যবসায়ী, পথচারী, দিনমজুরসহ নানা শ্রেণি পেশার মানুষকে সাঈদ আল নোমানের লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালান। পরে মিছিলটি নগরের রুবি গেট, টেক্সটাইল, বায়েজিদ, মেয়র গলিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণে করে দুই নম্বর গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা মো. শাহীন। মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, যুবদল নেতা মো. মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহিদুল ইসলাম মাহিদ, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বেলাল হামজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুবদল নেতা মো:আকবর, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক জমির ইমন, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. শাহাবুদ্দিন প্রমুখ।

এ সময় পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো, শাহীন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভেদাভেদ ভুলে আমরা চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান ভাইকে ভোট দেব। তার বিজয়ের জন্য আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল একসাথে রাতদিন পরিশ্রম করে ঘরে ঘরে গিয়ে কাজ করছি। আজকের এই গণসংযোগ আমরা সাবেক ছাত্রদল নেতা, নির্যাতিত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের নির্দেশে পালন করেছি।

ওয়েজ বোর্ড ছাড়া কোনো মিডিয়া আমরা চলতে দেব না: কাদের গণি চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি অর্থনীতিতে গতি ফিরবে

নারীদের ওপর হামলা অব্যাহত রাখলে আমরা এগিয়ে যাব, তারা পিছিয়ে যাবে: শাহজাহান

টেকনাফকে পর্যটনবান্ধব শহর ও বন্দর করিডোর চালুর আশ্বাস আনোয়ারীর

চৌদ্দগ্রামে বাকবিতণ্ডার জেরে জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ১০

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

হাসনাতকে ১৪ লাখ টাকা দিলো এসএসসি ব্যাচের বন্ধুরা

ময়মনসিংহ-১১ আসনের এমপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের দিন: সৈয়দ আবদাল আহমদ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত